বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত জাহান ইভা। তার জন্ম রাজশাহী জেলা শহরে। তিনি ঢাকার কল্যাণপুরে স্বপরিবারে থাকেন। বর্তমানে বি.বি.এ অধ্যায়নরত ছাত্রী। খুব একটা চিন্তাভাবনা না করে, ভালোবাসা ভালোলাগা থেকে হঠাৎই মিডিয়ায় পা রাখেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ এর মাধ্যমে মিডিয়ায় পদচারণা শুরু তার। এরপর থেকে একে একে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন বাজেট বহুল এবং সফল নির্মাতাদের মিউজিক ভিডিও তে কাজ করেন। মডেল হোন আনজারা, মিথ ব্যান্ড, নাগরদোলা, দেশী দশ, মেক্স ব্যাগ সহ বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের পোশাক কোম্পানীর। বর্তমানে ডেনিম ও জনকণ্ঠ পত্রিকার মডেল এবং চলতি কন্ট্রাস্ট লিবানা বিউটি কন্ট্রাস্ট ২০২০ সেরা ৩ এর মধ্যে আছেন নুসরাত জাহান ইভা।
সম্প্রতি নাম করা বেশ কয়েকজন পরিচালকদের পরিচালনায় নাটকের শুটিং শেষ করেন। তিনি বলেন, আমার স্বপ্ন একজন সফল অভিনেত্রী হওয়া। ভালো কাজের মাধ্যমে দর্শকের মন জয় করতে চাই। এছাড়াও তিনি আরও বলেন, বিভিন্ন চলচিত্রে অভিনয় করার অফার আসছে। তার মধ্যে ভালো কিছু গল্প আছে। আশা করি বাংলা চলচিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিতে পারবো।
Leave a Reply