চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের সেলিম রেজা (২৪) ও দশ রশিয়ার সুমন (২৩)। আহতরা হলেন- সাদিকুল ও লালবর। তাদের রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি।
Leave a Reply