মোঃ সাইফুল ইসলাম রায়হান, চারঘাট (রাজশাহী):
‘মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র’- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সারাদেশের ন্যায় চারঘাট মডেল থানা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্যে ওসি সমিত কুমার কুন্ডু বলেন, ‘আমরা মানুষের ঘরের আঙ্গিনায় পুলিশিং সেবা পৌঁছে দিতে চাই। চাই উন্নত দেশের আদলে পুলিশিং সের্বা কার্যক্রম চালু রাখতে।’ জনতাই পুলিশ-পুলিশই জনতা এই স্লোগানকে সার্থক করতে-মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও ইভটিজিং-সহ সকল প্রকার অপরাধ দমনে তিনি সকলের সহায়তা কামনা করেন।
সভায় রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা বলেন, জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবনতা কমে আসবে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের সমাজ থেকে মাদককে চিরতরে নির্মুল এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দমন সহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সাব ইন্সপেক্টর পারভেজ রানা পলাশের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ব্রজহরি দাস, উপজেলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ(সনি), সাবেক মহিলা কাউন্সিলর নার্গিস বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ জন ইউপি চেয়ারম্যান-সহ সকল সদস্য বৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গনমা
Leave a Reply