মোঃ সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটের বড়াল নদীর সুইচ গেট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, রোববার সকালে বড়াল নদীর চারঘাট সুইচ গেটে ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পানি বাড়ার কারনে কোথাও থেকে লাশটি ভেসে এসেছে বলে ধারনা করা হচ্ছে। বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply