নিজস্ব প্রতিবেদক
করোনায় মৃত্যূবরণ করা নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব সফর আলী ভুঁইয়া চির নিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার জানাজার নামাজ শেষে তার নিজ বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রবীণ বর্ষীয়ান নেতা প্রয়াত আলহাজ্ব সফর আলী ভুঁইয়াকে শেষ বারের মত বিদায় জানাতে ও তার জানাজার নামাজে শরিক হতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা। তার জানাজার নামাজে মানুষের ঢল নামে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়।
এই প্রবীণ নেতার জানাজার নামাজে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সাংসদ মো: নজরুল ইসলাম হীরু বীরপ্রতিকে, নরসিংদী-২ পলাশ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশ্রাফ খান দিলীপ, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, মনোহরদী পৌর মেয়র আমিরুর রশিদ সুজন, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নব নির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আনোয়ার কমিশনার) সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলার এই প্রবীণ নেতাকে সম্মান জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
আলহাজ্ব সফর আলী ভুঁইয়ার জানাজায় এসে অনেকেই তার বর্ণিল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভুঁইয়া সোমবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরন করেন। মৃত্যুকালে এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসলে তাকে করোনা আইসোলেটেড ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা দেয়া অব্যাহত থাকে। গত শনিবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত ৮টায় তার মৃত্যূ হয়। প্রবীণ এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে তার সুদীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবনের অবসান ঘটে।
Leave a Reply