বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। জানাযায় গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের লতিফপুর কলোনি এলাকায় ফারুক হোসেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ সময় শিশুটিকে চুরির সঙ্গে জড়িত থাকার ঘটনায় রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে নবজাতকটিকে চুরি করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি। পরে পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা সদর থানায় শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে তাঁকে ১০ হাজার টাকা দেন এসপি। প্রসঙ্গত, কাহালুর নলঘরিয়ার সৌরভের স্ত্রী নাহিদা আক্তার গত বুধবার শজিমেক হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু ওয়ার্ডে নেওয়ার সময় কৌশলে নবজাতকটিকে চুরি করেন রেশমা।
Leave a Reply