মো: ফরহাদ আলম, স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শনিবার (৪ জানুয়ারি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর এই বছর ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী। তাই এবার ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ছাত্রলীগের পূর্নমিলনী। সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্নমিলনীতে অংশ নিতে দলে দলে ঢাকায় যাচ্ছে। এর ব্যতিক্রম ঘটেনি নরসিংদী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ক্ষেত্রেও। প্রাণের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ণমিলনীতে নরসিংদীর হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমন।
প্রতিষ্ঠাবার্ষিকী পূর্নমিলনীতে অংশ গ্রহনের প্রস্তুতি সম্পর্কে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল আলম একমি বলেন, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের তথা ছাত্রলীগের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্নমিলনী সফল করতে নরসিংদী সরকারী কলেজ থেকে আমরা প্রায় ৩শতাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছি। কলেজ শাখা ছাত্রলীগ সাধারন সম্পাদক রাকিব হাসান বলেন, ‘জাতির জনকের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ণমিলনীতে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এটি অবশ্যই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এই কারণে আমাদের নেতাকর্মী অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত। নেতাকর্মীরা পূর্ণমিলনীর এই অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছেন। এমন একটি পূর্ণমিলনীতে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই। কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত বলেন, এই পূর্ণমিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাংগঠনিক কাঠামো আরো মজবুত হবে এবং আমার বিশ্বাস কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কাছে পেলে আমাদের নেতা কর্মীরা কাজের প্রতি আরো বেশি উজ্জীবিত হবে।
Leave a Reply