রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় ছেলেদের উপর অভিমান করে প্রায় ৮৫বছর বয়সী এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। নিহত বৃদ্ধার নাম আব্দুল করিম। তিনি উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন একটি কাঁঠাল বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল করিম চার সন্তানের জনক। সম্প্রতি তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। পরে ছেলে ও পুত্রবধূদের মধ্যকার বিরোধ মীমাংসা করার জন্য এগিয়ে যান তিনি। এরই জের ধরে ছেলেদের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেদের সঙ্গে অভিমান করে মঙ্গলবার সকালে আমিরগঞ্জের ঘোড়ামারা এলাকায় একটি কাঁঠাল বাগানে গিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন গিয়ে কাঁঠাল বাগান থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, আমরা শুনেছি নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভোগছেন। রোগ থেকে মুক্তি না পাওয়ার যন্ত্রনায় রাগে আত্মহত্যার পথ বেছে নেন। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply