হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা। ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ কিছু কাজ করেছেন এই অভিনেতা। এরই মধ্যে তার হাতে উঠেছে একাধিক পুরস্কার। আজ গৌতম সাহার জন্মদিন। জীবনের বিশেষ দিনটি তার ঘরোয়া ভাবে কাটবে বলে জানিয়েছেন। সেখানে কয়েকটি ফ্যাশন হাউজের মডেল ও কোরিওগ্রাফি করেছেন তিনি।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস, দীঘি, ফারিন, বারিশ হক, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিমসহ দেশের জনপ্রিয় তারকারা ফটোশুট করেছেন।
এ ছাড়া দেশে নিয়মিত কাজ করছেন গৌতম। কোরিওগ্রাফি ঘিরেই তার সকল ব্যস্ততা। আজ (২৯ নভেম্বর) গৌতম সাহার জন্মদিন। এদিনে জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিন প্রসঙ্গে গৌতম বলেন, এই দিনটি আমার জন্য বিশেষ। প্রিয় মানুষদের সঙ্গেই প্রতি বছর দিনটি উদযাপন করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একদিন আগে থেকেই জন্মদিন পালন শুরু হয়েছে। জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটেছি। সবাই আমার জন্য আর্শীবাদ করবেন।
Leave a Reply