বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। ৩০ বছরের ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঢেউ খেলানো পাহাড়-ঝরনা-নদী-সবুজ অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা অপরূপা বান্দরবান নিয়েই এবারের ইত্যাদির আয়োজন।
এর আগে ১৬ নভেম্বর বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট ওপরে টাইগার পাহাড়ের চূড়ায় অবস্থিত অপরূপ পর্যটন কেন্দ্র নীলাচলে ধারণ করা হয় অনুষ্ঠানের প্রধান দৃশ্য। এবারের অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থতার পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দুই বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান ও এটিএম শামসুজ্জামান।
Leave a Reply