ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ সহ সাতটি দেশের সাত শতাধিক দৌড়বিদদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা ম্যারাথন।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে শুক্রবার ভোর পাচটায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্র্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
উপজেলা পরিষদের প্রধান গেইট থেকে দৌড়বিদরা তিনটি ক্যাটাগরীর মাধ্যমে দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। এসময় উপজেলা পরিষদ থেকে হাসনাবাদ পয়েন্ট পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রাস্তার দুপাশে হাজারো নারী-পুরুষ দাড়িয়ে দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দেখা গেছে।
ম্যারাথনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা। পাশাপাশি দৌড়বিদদের শারিরীক চিকিৎসা সেবা নিশ্চিতে ছিল অ্যাম্বুলেন্স সহ মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিম। পরে প্রতিযোগীতা শেষে উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে ম্যারাথন কার্যক্রম সমাপ্ত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ওয়াটসান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মুঞ্জুর এলাহী, রায়পুরা ম্যারাথন রানার্স ডিরেক্টর সবুজ শিকদার সহ আরো অনেকে।
আয়োজক কমিটি রায়পুরা ম্যারাথন এর সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, যারা দৌড়বিদ তারা কখনো খারাপ পথে যেতে পারে না। তাই সকল যুবকসহ সকল শ্রেণির জনগণকে দৌড়বিদ হওয়ার আহ্বান জানান। এতে শরীর সুস্থ ও মন ভালো থাকবে।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছা সেবকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।
Leave a Reply