রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিতি জর্জিয়ার পর এবার পেনসিলভানিয়া রাজ্যেও ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। এই রাজ্যে জয়ের কোনো বিকল্প নেই ট্রাম্পের।
বিবিসির মঙ্গলবারে এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় নির্বাচনের পর গত দুইদিন ট্রাম্প এগিয়ে থাকলেও শুক্রবার দিনের প্রথম প্রহরে ট্রাম্পের চেয়ে ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে গেছেন বাইডেন। রাজ্যটির ৯৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হতে অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে দুটি অথবা পেনসিলভানিয়ায় জয় প্রয়োজন বাইডেনের। আবার এদিকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে যে কোনো তিনটি এবং পেনসিলভানিয়ায় অবশ্যই জিততে হবে ট্রাম্পকে।
ফলে বাইডেন যদি পেনসিলভানিয়ায় জিতে যান তাহলে আর কোনো রাজ্যে জয় না পেলেও চলবে তার। তিনিই হবেন এবারের বিজয়ী। স্থানীয় সময় শুক্রবার সকালেই ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতেও ট্রাম্পকে টপকে এগিয়ে যান বাইডেন। যে পাঁচ রাজ্যের ফল পাওয়া যায়নি এর মধ্যে এই দুটি রাজ্য খুব গুরুত্বপূর্ণ।
সূত্র: জাগোনিউজ
Leave a Reply