নিজস্ব প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অভিষেক অনুষ্ঠান।
রাজধানীর মতিঝিল বিসিআইসি অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে জাতির জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ নীতি ও রাজনীতি এবং মুজিববর্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করার কথা থাকলেও হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি চিকিৎসা করতে সিংগাপুর চলে যাওয়ায় অংশ গ্রহন করা সম্ভব হয়নি।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বসি, বাংলাদেশ আওয়ামিলীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, রামগঞ্জ উপজেলা চেয়ারমান আওয়ামীলীগের নেতা মনির চৌধুরীসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাননীয় উপদেষ্টাগন ও দেশ বিদেশ হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ৷
এদিকে সকল বঙ্গবন্ধুর সৈনিকগনের উপস্থিতিতে অডিটোরিয়াম পুরিপুর্ন ছিল এবং অভিষেক অনুষ্ঠান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জন্য একটি সফলতার মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন নেতৃবৃন্দ।
Leave a Reply