মোঃ সম্রাট আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার পদক্ষেপ সমুহের অংশ হিসাবে লক্ষ্যে ৯০ দশক এর ছাত্র নেতা ও সহযোদ্ধাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
শনিবার (১০ জুন)২০২৩ বেলা ৩ টার দিকে তিনি ও তার সফর সঙ্গীরা টুঙ্গিপাড়া পৌঁছে এজাজ আহমেদ মামুন সফরসঙ্গীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল জিয়ারত করেন।এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিশেষ দোয়া ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এজাজ আহমেদ মামুন বলেন,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি কাজ করে যাচ্ছি।তারই অংশ হিসাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ পরিবারের সন্তান,নব্বই দশকের ছাত্রনেতা ও সহযোদ্ধাদের নিয়ে জাতির পিতার সমাধিস্থল জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম।আমি আমার বাবা মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছি।বাবার সেই আদর্শ কে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষে দৌলতপুর আসনটি বাংলাদেশ আওয়ামীলীগ কে উপহার দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।’
Leave a Reply