রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ সভা করেছে রায়পুরা উপজেলা সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম।
শনিবার (১২ডিসেম্বর২০) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকতা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাদের যৌথ সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার নিন্দা জানান। সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতীয় পতাকা হাতে রেখে উপজেলার হলরুমে প্রতিজ্ঞা করেন, মহান বিজয়ের এ মাসে আমরা প্রতিজ্ঞা করছি, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে সকলে একসাথে জনসেবক হিসেবে নিয়োজিত থাকব এবং জাতির পিতার সম্মান ধরে রাখতে আমাদের যা যা করার সবকিছু করতে প্রস্তুত আছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কৃষি কর্মকর্তা কৃষিবীদ বনি আমিন খান, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা প্রমূখ।
সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সেক্টরের সরকারী কর্মকর্তা / কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply