রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার ২৪ ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন। এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে চরাঞ্চলসহ উপজেলার ২৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপির ও অঙ্গসংগঠেনের হাজার হাজার নেতাকর্মী উপজেলা সদরের রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে।
পরে এখান থেকে বিশাল বড় র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক সহ বিভিন্ন গলি প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়াম মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতবৃন্দ।
Leave a Reply