নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নরসিংদীরর কৃতি সন্তার ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি রত্নগর্ভা মা জাহানারা হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃস্পতিবার ( ৪ জুন) মরহুমার নিজ বাড়ী রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সকাল ১১ টায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাবেক সাধারন সম্পাদক মো. মোস্তফা খান, কোষাধ্যক্ষ অজয় সাহা।
জাহানারা হোসেন বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply