মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট :
জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
রবিবার সকালে জেলা পুলিশ ও জেলা পুনাকের উদ্যোগে শহরের রামদেও বাজলা স্কুল মাঠে নিম্ন আয়ের মানুষের মধ্যে এ সব খাদ্য সামগ্রী (৫ কেজি চাল, ২ কেজি আলু, দুই কেজি মশুরের ডাল, তেল) নগদ অর্থ বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এই খাদ্য সামগ্রী পেয়ে শহরের মাস্টার পাড়ার সেলিম হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের কাজকর্ম নেই বেকার হয়ে পড়েছি। করোনাভাইরাসের কারণে কেউ কাজে যেতে পারছে না। ফলে অনেক সময় আমাদের না খেয়ে থাকতে হয়। পুলিশ যে খাদ্য সামগ্রী দিয়েছে তাদিয়ে প্রায় এক সপ্তাহ চলবে বলেও জানান সেলিম।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, এই সময় জেলার খেটে খাওয়া মানুষগুলো একেবারে অসহায় অবস্থায় রয়েছে। তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে। পুলিশ সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গা থেকে অসহায় মানুষগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুনাকের সভাপতি ও পুলিশ সুপারের সহধর্মিণী নাভানা খান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. ম. আব্দুর রহমান রনি সহ প্রমূখ।
Leave a Reply