জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট র্যাব-৫, কর্তৃক বিশেষ অপারেশনে একটি প্রত্নতত্ত নিদর্শন উদ্ধার উদ্ধার করেছে র্যাব। এসময় দুইজন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নজিপুর পুরাতন বাজার এলাকার মৃত হরিহর চৌধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও মাহমুদপুর (দক্ষিণপাড়া) এলাকার মোঃ খলিলুর রহমান এর ছেলেমোঃ সোহেল (২৫)। উভয়ের থানা পতœীতলা ও জেলা নওগাঁ।
র্যাব জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮ শতকের একটি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রতœতত্ত¡ নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য আট কোটি টাকা।
র্যাব আরো জানায়, উদ্ধারকৃত সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রতœতত্ত¡ নিদর্শন (বেল মেটাল) টি পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ, পতœীতলা এর উপস্থিতিতে মোঃ সাইদ ইনাম তানভিরুল, আঞ্চলিক সহকারী পরিচালক প্রতœতত্ত¡ বিভাগ, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply