নিজস্ব প্রতিনিধি:
টাকা বিনিময়ের প্রধান মাধ্যম যা সব জায়গায় বিনময় করা যায়। আবার এই টাকাই অনেকে শখের বসে সংগ্রহ করে থাকে। যাদের বলে টাকা প্রেমকি।
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান রুবেল। তিনি ২০০৩ সালে স্থানীয় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তার পাশাপাশি ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে বসার সামনের টেবিলের উপরে গ্লাসের নিচে বিভিন্ন দেশের টাকার সংগ্রহ করা আছে । প্রথম বাংলাদেশের বড় ৫০ টাকা নোট দিয়ে টাকা সংগ্রহ শুরু। প্রায় ১৮ বছর যাবৎ টাকা সংগ্রহ করছেন।
আসাদুজ্জামান রুবেল বলেন, আমি সখ করে প্রায় ১৮ বছর ধরে বিভিন্ন দেশের বিভিন্ন অংকের টাকা সংগ্রহ করছি। এর মধ্যে কিছু সংখ্যক টাকা উপহার হিসবেও পেয়েছি। বাকীগুলো ক্রয় করেছি।
তিনি আরও জানান, তার কাছে সৌদি আরব, আমেরিকা, ওমান, কোরিয়া, জাপান, কুয়েত, পাকিস্তান, দুবাই, মালেশিয়া, কাতার সহ প্রায় ২৫-৩০টি দেশে টাকা সংগ্রহ করা আছে।
Leave a Reply