স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় তুলাতলী শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে রায়পুরা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় টিপিএল এর ৭ম আসরের ফাইনাল খেলা।
২০১৯-২০২০ সালে খেলা শুরু হলেও করোনা প্রকোপের কারনে ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে যায়। প্রথমবারের মতো টিপিএলে স্পন্সর করেন আজিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড। তুলাতলী ইয়াং স্টার ও মেথিকান্দা নাইট রাইডারস এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক,।
উদ্ভোধন করেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ডিজিএম মো. ছানাউল্লাহ, জেনারেল ম্যানেজার আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড আঃ আজিজ,
তুলাতলী শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম শাহিন, রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ, পৃষ্ঠপোষক শফিকুর রহমান হারুন, এসআই জয়নাল আবেদীন মাসুদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মহব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম, রেহানউদ্দীন ভূঞা, কাজী আসাদুর রহমান মিলন, হাফিজ উদ্দিন, একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমেদ প্রমূখ।
ক্লাবটি স্পোর্টিং হলেও করোনা কালে বিভিন্ন পর্যায়ে খাদ্য, বস্র, স্যানিটেশন সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময় সামাজিক উন্নয়ন ও দরিদ্র মানুষের সহায়তায় কাজ করছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান ক্লাবের সভাপতি।
Leave a Reply