ডেস্ক রির্পোট
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফের মহেষখালী পাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানায়।
নিহতেরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে টেকনাফের মহেশখালীয়া পাড়া এলাকায় ইয়াবার একটি চালান পাচারের সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যূ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ হাজার ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে দুই ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে নিয়ে আসেন। তাদের শরীরে গুলির আঘাত ছিল। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৭ জুলাই ২০২০ইং
Leave a Reply