1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১৭৬ বার পঠিত

জোনাকী ডেস্ক

চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিতীয় করপোরেশন সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভায় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বাজেটে রাজস্ব আয়ের পাঁচটি খাত দেখিয়ে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা।অন্যান্য আয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। সরকারি বিশেষ অনুদান থেকে ধরা হয়েছে ৫০ কোটি টাকা। আর সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে সংস্থার চলতি অর্থবছরের জন্য আয় ধরা হয়েছে চার হাজার ৫০৬ কোটি ৮৫ লাখ টাকা।

আর বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৩ কোটি টাকা, আর উন্নয়ন ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয় (নিজস্ব উৎস ও সরকারি অনুদান) ৬৪৯ কোটি ১৫ লাখ, উন্নয়ন ব্যয় (সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প) তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা, সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১৩ কোটি ৯০ লাখ টাকা।

এবারের বাজেটে মশক নিধন খাতে গত বছরের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। এখাতে গত অর্থবছরে বরাদ্দ ছিলো ৪৯ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু বরাদ্দ থেকেও ৮ কোটি ৭ লাখ টাকা বেশি অর্থ খরচ করেছে সংস্থাটি। সব মিলিয়ে গত অর্থবছরে মশক নিধন খাতে ৫৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

গত (২০১৯-২০) অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। গত অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। যা সংশোধিত আকারে হয় দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকা।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২০জুলাই ২০২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host