কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ডিভোর্সী স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় ইফতেখার জয়কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ( সিআইডি) পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সাদ্দাম বাজার মোড় থেকে পলাতক আসামী জয়কে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারকৃত ইফতেখার জয় রাজশাহী বাগমারা থানার রানীগঞ্জ গ্রামের আব্দুল ওয়াহি ‘র ছেলে।
জানা যায়, ইফতেখার জয় ও তার স্ত্রীর ( বর্তমানে ডিভোর্সী) বৈবাহিক সম্পর্ক থাকা কালে গোপনে স্বামী-স্ত্রী মধ্যে হওয়া শারীরিক সম্পর্কের কিছু স্থির ও ভিডিওচিত্র ধারণ করে। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হলে বিভিন্নভাবে ইফতেখার জয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করে আসছে এ ব্যাপারে দৌলতপুর থানায় বাদী একটি মামলা করেছিল যা কুষ্টিয়া কোর্টে বিচারাধীন রয়েছে । ওই মামলায় জয় গ্রেফতার হওয়ার পর আদালত মারফত জামিন প্রাপ্ত হয়ে পূণরায় স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্কের ওই সকল স্থির ও ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে গত ২০ ডিসেম্বর ২১ইং তারিখে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জয়ের ওই ডিভোর্সী স্ত্রী বাদি হয়ে থানা পর্ণোগ্রাফি আইনে আরেকটি মামলা দায়ের করেন। এরপর জয় বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে। অবশেষে মঙ্গলবার রাতে গ্রেফতার করে সিআইডি পুলিশ।
এ ব্যাপারে সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম কুমার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০ ডিসেম্বর পর্ণোগ্রাফি আইনে করা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।।
Leave a Reply