ড্রাইভিং শিখানোর প্রাইভেটকার রাখার নিরাপদ স্থান নরসিংদীর রায়পুরা উপজেলা ভূমি অফিসের মূল ফটকের সামনে। এখানে প্রায়ই ৩/৪টি গাড়ি পার্কিংয়ের কারণে সেবা গ্রহিতা ও পথচারীদের বিঘ্ন ঘটলেও কোন ধরণের সমস্যা হচ্ছে না ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচরাীদের। এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
যেখানে সহকারী কমিশনার মহোদয়ের সরকারী গাড়ি থাকার কথা, সেখানে প্রায়ই ড্রাইভিং শেখানোর সাইনবোর্ড লিখা গাড়িটি পার্কিং অবস্থায় দেখা যায়। বিষয়টি সম্প্রতি স্থানীয় জনসাধারণের নজরে আসলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেনের সাথে কথা হয়। তিনি বলেন- আমার গাড়ি রাখার স্থানে তো আমার গাড়িই থাকে। অন্যকোন গাড়ি থাকার কথা নই। আর অফিসের সামনে এভাবে গাড়ি রাখা হয় সেটা আমার নজরে আসেনি। আপনি যেহেতু বলেছেন বিষয়টি আমি দেখবো।
Leave a Reply