ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুনের সংবাদ জানিয়ে একটি ফোন আসে। ফোন পেয়ে আশপাশের ইউনিটগুলোকে মেলায় পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।
উল্লেখ্য, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
Leave a Reply