ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে দলীয় মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে প্রত্যাহার করে নিতে পারে জাতীয় পার্টি (জাপা)।
আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে মিলন প্রার্থিতা প্রত্যাহার নিতে পারেন।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে জাপার প্রার্থী ব্রি. জে. (অব.) কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যানদের এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম উপস্থিত ছিলেন। ২৮ ডিসেম্বর দলের কাউন্সিলের পর দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের প্রথম এই বৈঠকে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।
Leave a Reply