ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি’র ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে পরির্বতে বিভাগীয় শহরগুলোতে নেওয়া হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় নম্বর কমানেরা সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। যার ৪০ নম্বর এমসিকিউ, ৪০ নম্বর লিখিত থাকবে। আর বাকি ২০ নম্বর এসএসসি ও এইচ এস সি পরীক্ষার উপরে দেওয়া হবে।
মোট নম্বরের ৪০ শতাংশ নম্বর পেলে পাস বলে বিবেচিত করা হবে।বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
Leave a Reply