জোনাকী ডেস্ক:-ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানকে ঋণ কেলেঙ্কারিসহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে সৈয়দ মাহবুবুরকে জিজ্ঞাসাবাদ করছেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক। এর আগে গত বুধবারও (৬ নভেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
Leave a Reply