পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
শুক্রবার সকাল থেকে ডিআরইউ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়।
২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম আজাদ, রাজু আহমেদ, শাহনেওয়াজ দুলাল, শামসুল হক বসুনিয়া, শরিফুল ইসলাম (বিলু), সহ-সভাপতির পদে নজরুল কবীর, ওসমান গনি বাবুল, রাশেদুল হক, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব, মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (প্রতিযোগী নেই), সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান, মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক একটি পদে জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদকে রীতা নাহার (প্রতিযোগী নেই), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক একটি পদে সাখাওয়াত হোসেন সুমন, জান্নাতুল ফেরদৌসী মানু, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদকে মো. এমদাদুল হক খান, মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার (প্রতিযোগী নেই), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (প্রতিযোগী নেই)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আহমেদ মুশফিকা নাজনীন, আহমেদ সিরাজ, আমান-উদ-দৌলা, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, মো. ইমরান হাসান মজুমদার, মঈনুল আহসান, এস এম মিজান, সায়ীদ আবদুল মালিক।
তবে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সভাপতিপ্রার্থী রাজু আহমেদ।
Leave a Reply