ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাংলাদেশে পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কাজী আশরাফুল আজীমের নাম ঘোষণা করেন।
এ সময় তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় এসপি কাজী আশরাফুল আজীমকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে মনোনীত হয়।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেন, এ অর্জন আমার একার নয়। নরসিংদী জেলা পুলিশের প্রতিটি সদস্য ও পুলিশকে তথ্য দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা সবাই এ সাফল্যের অংশীদার।
পুরস্কার বিতরণের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply