ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০১৯ যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
একই ভাবে ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে।
Leave a Reply