নরসিংদী প্রতিনিধি:
ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের অর্ন্তভূক্ত নরসিংদী, নারায়নগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার ভূমি অধিগ্রহণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে আলোচনা করেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) চন্দন কুমার দে। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষের উপস্থাপনায় এসময় আরো আলাচনা করেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধরসহ সংশিষ্ট জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ।
সরকারের এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেনো কোন প্রকার অনৈতিক কার্যক্রমের ফলে সরকার ক্ষতিগ্রস্ত না হয় সে বিষেয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply