নিজস্ব প্রতিবেদক:
তরুণ প্রজন্মের অহংকার ও অনুপ্রেরণার আরেক নাম “বাপ্পি সরদার”।যিনি ইতিমধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের একজন উদীয়মান তরুণ সংগঠক ও পরিবেশ কর্মী হিসেবে দেশ ও বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেও সকল বাঁধাকে উপেক্ষা করে দেশের সাধারণ মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি যখন ক্লাস সেভেনে পড়েন, তখন পারিবারিক টানা পরনে ২৫০ টাকা বেতনে গার্মেন্টসে চাকুরীও করেছেন। স্কুলের ছাত্র থাকা অবস্থায় অন্যের বাড়িতে ছাত্র পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। তিনি ৫ ম শ্রেণী থেকে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে স্বপ্ন দেখতে শুরু করেন।
বর্তমান তিনি” সবুজ আন্দোলন” নামে সামাজিক সংগঠনের মাধ্যমে পরিবেশের বিপর্যয় ও জলবায়ু সংকট নিয়ে বাংলাদেশের জনগণকে সচেতন করতে কাজ করছেন। দেশ ও বিদেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পরিচালনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাপ্পী সরদার জোনাকী টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আমরা মুলত জলবায়ু সংকট মোকাবেলায় দেশের পক্ষে জনসমর্থন তৈরি করে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের কাছ থেকে ক্ষতি পুরন আদায়ে আন্দোলন জোরদার করার চেষ্টা করছি। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক হওয়ায় আমরা অবশ্যই ক্ষতি পুরন পাবো। এছাড়াও সারা দেশে ২ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে সবুজ আন্দোলন পরিবার কাজ করছে।
আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছেন। তাকে দেখে ইতোমধ্যে তরুণ প্রজন্মের অনেক সংগঠক আদর্শ মেনে কাজ করছেন বলেও জানান বাপ্পী সরদার।
Leave a Reply