হৃদয় খান, বিনোদন প্রতিবেদক:
বগুড়ার স্বপ্নবাজ তরুণ মাসরুর খান। অনেক স্বপ্ন ছিলো ঝলমলে আলোয় নিজের প্রতিভা কে বিকশিত করার। স্বপ্ন কে বাস্তবতা রূপ দিতে পারে কজন? কিন্ত যদি থাকে অদম্য পরিশ্রম তবে স্বপ্ন সত্যি হবেই। সেই স্বপ্নবাজ তরুণ আমাদের মিডিয়া অঙ্গনের নতুন মুখ মাসরূর খান। মিডিয়া তে তার পথ চলা টা মডেলিং দিয়ে। স্বনামধন্য ব্রান্ডের সাথে কাজ করে হয়েছেন প্রসংশিত। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছেন। বাড়ছে কাজের ব্যস্ততা একের পর এক। বর্তমানে মডেলিং এর পাশাপাশি নাটকে মনোযোগী হয়েছেন। তিনি দুটি মিউজিক ভিডিও তে কাজ করে পেয়েছেন প্রশংসা ও ভালোবাসা।” হৃদয়ের কাছাকাছি ” এবং আমি তোমারি থাকবো দুটি গানেই চমৎকার পারফরম্যান্স করেছেন। বর্তমানে মাসরূর খান মডেলিং এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটা সিনেমা এবং নাটকে কাজ করেছেন।
মাসরুর খানের কাছে জানতে চাইলে বলেন- সামনে আরো কিছু নাটকের কাজ হাতে আছে। চেষ্টা করছি মিডিয়াতে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। তিনি জানিয়েছেন দর্শকের সাপোর্ট ভালোবাসা পেলে কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যায় এবং ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে। আমাদের মিডিয়া তে মাসরুর খানের পথ চলা আশা করি সুন্দর হবে।
Leave a Reply