তোফাজ্জল হোসেনঃ- শিবপুর উপজেলার কামাটেকে অবস্থিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে ১৬ ডিসেম্বর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাংকন,রচনা, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। একাডেমীর ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য বিলকিছ আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও
একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক সজীব দাস,আয়েশা খাতুন,আফসানা শারমিন,ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন হিরামনি,ইফতি হাসান, রাহিম শাহরিয়ার, মিতু,আফরোজা আক্তার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে তোমাদের ধরে রাখতে হবে। আগামী সুন্দর বাংলাদেশ তোমাদের দ্বারা গঠিত হবে। তোমরা আগামীর সূর্য সন্তান। তোমরা আগামীর ভবিষৎ। তোমরা ভালভাবে লেখাপড়া করে দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে,এবং তোমরা একজন ভাল মানুষ হবে। আলোচনা সভায় তিনি জানান আগামী ২৬ ডিসেম্বর একাডেমিতে ১০০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হবে। সেই সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও কণ্ঠ শিল্পি ফকির আলমগীর উপস্থিত থাকবেন। আলোচনা সভার পর রচনা প্রতিযোগীতায় হিরামনি,সালমান ও ইফতি হাসানকে এবং কুইজ প্রতিযোগীতায় ঝিনুক আহম্মেদ,আফরোজা আক্তার ও তৌরাপকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদানের পর প্রধান অতিথি একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক বলে উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকগণ জানান। এর পর স্বাধীনতা যুদ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply