মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
চলমান তীব্র শীতে অসহায় ও দুস্থদের উষ্ণতা দিতে ৫শ এতিম শিশুর পাশে দাড়ালেন নরসিংদীর রায়পুরা উপেজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দু:স্থ, দরিদ্র, অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫শ এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এতিম শিশুরা সরকারী কম্বল হাতে পেয়ে মহা খুশিতে বাড়ি যেতে দেখা গেছে। এ দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানান এবং পরবর্তিতে অন্যান্য ক্ষেত্রেও এই ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানান।
Leave a Reply