হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
দখলদার ইজরাইলের ইয়াহুদী বাহীনির আগ্রাসনে নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র ফিলিস্তিন বাসির উপর যে পৈচাশিক হত্যাকান্ড ও বর্বর নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিন বাসিদের তাদের নিজ ভূমিতে নিরাপদ রাখতে তাদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ হয়ে পড়েছে সাধারন মানুষ। বাংলাদেশেও বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে নির্যাতিত ফিলিস্তিন মানুষের পক্ষে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছেন।
দখলদার অমানবিক অভিশপ্ত ইজরাইলি ইয়াহুদী বাহীনির বর্বর নির্যাতনের বিরুদ্ধে জুম্মা বাদ খুলনা জেলার, তেরখাদা উপজেলার, কুশলা গ্রাম বাসীর উদ্যোগে সর্বস্তরের শত শত জনগণের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে দখলদার ইজরাইল লভ্যাংশ পায় এমন সকল পন্য বয়কটের ঘোষনা দেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
তাছাড়া জাতিসংঘ ও মধ্য প্রাচ্যের দেশগুলোর নিরব ভূমিকার তিব্র নিন্দা জাননাো হয়। ইজরাইলি বর্বর বাহিনী নির্বিচারে শিশু সহ সাধারণ মানুষ হত্যার যে নারকীয় কর্মযজ্ঞ চালাচ্ছে তা অচিরেই বন্ধ করে ফিলিস্তিন বাসির অধিকার ফিরিয়ে না দিলে অচিরেই বিশ্ববাসী ইজরায়েল এই আগ্রাসন প্রতিহত করবেন বলেও হুশিয়ারী দেওয়া হয়। আয়োজক কমিটি ফিলিস্তিনের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইজরায়েলের বিরুদ্ধে তাদের ধারাবাহিকভাবে প্রতিবাদের কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
উক্ত আয়োজনে কুশলা গ্রামের প্রায় সকল মসজিদের ইমাম ও তেরখাদা ওলামা পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply