অনলাইন ডেস্ক
ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করে আন্দোলনকারীদের অভিযোগ, করোনা সংক্রমণের ফলে সৃষ্ট বেকার সমস্যার সমাধানে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না সরকার।
এছাড়া, করোনা মোকাবেলায় নেতানিয়াহু প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ এক পর্যায়ে আন্দোলনকারীরা সরকার দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেয়।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভ করছে বিভিন্ন পেশাজীবীরা।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৯ জুলাই ২০২০ইং
Leave a Reply