নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন সময়ে গলায় প্লেকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহজাদা। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’ প্লেকার্ড লিখে তা গলায় ঝুলিয়ে বক্তব্য দেন এ সাংসদ।
জাতীয় সংসদে এলাকার মানুষের মনের কথা তুলে ধরতে ভিন্নরূপে প্রবেশ করে বক্তব্য রাখেন তিনি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন এমপি শাহজাদা। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সাংসদ এস এম শাহজাদা বলেন, ‘আমি যখন এলাকায় যাই এলাকার মানুষ আমার সামনে এ রকম দাবি নিয়ে হাজির হয়। আমি তো এলাকা থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমি মানুষের কথা সংসদে তুলে ধরতেই তাদের প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার বেড়িবাঁধ ভেঙে প্রায় প্লাবিত হয়।’
বুধবার বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এলাকার জনগণের চাহিদার কথা প্রধানমন্ত্রী সম্মুখে তুলে ধরতে এ প্লাকার্ড গলায় ঝুলিয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply