গাইবান্ধার সাদুল্লাপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মিজানুর নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান ,অভিযুক্ত ধর্ষককে থানায় শনাক্ত করার জন্য কিশোরী সামনে হাজির করলে, জ্ঞান হারিয়ে ফেলে কিশোরী ।
গ্রেপ্তার মিজানুর রহমান (২২) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ওসি বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষণের ওই ঘটনা ঘটে। পরে কিশোরী স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
গত ২৭ ডিসেম্বর ওই কিশোরীর বাবা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে নলডাঙ্গা বাজারে যান। তার আগের দিন কিশোরীর মা তার বাবার বাড়ি বেড়াতে যান।
বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই দিন দুপুরে মিজানুর রহমান কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।
এক সপ্তাহ পর বিষয়টি পরে জানতে পেরে শনিবার দুপুরে মিজানুরকে আসামি করে থানায় একটি মামলা করেন কিশোরীর বাবা।
মামলা পর শনিবার রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply