ডেস্ক রির্পোট
পটুয়াখালীর দশমিনায় করোনা পরিস্থিতি কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বেসরকারি প্রতিষ্ঠানের নিকট হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তদ্মধ্যে মধ্যে উপজেলা পরিষদ মাঠে ১৪০০ জন এবং উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১০০ জন অসহায় ব্যক্তির মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, দুধ, চিনি, সেমাই, তেল, লবন, সাবান ইত্যাদি উপহার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মো: সামছুর রহমানের অনুরোধে বসুন্ধরা গ্রুপ এবং মবিল-যমুনা লিমিটেড পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য যথাক্রমে ২০০০ প্যাকেট এবং ১২০০ প্যাকেটসহ সর্বমোট ৩২০০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করে। যার ২৫০০ টি প্যাকেট আজ সোমবার সমান সংখ্যক পরিবারের মাঝে বিতরণ করা হয়। বাকী খাদ্যসামগ্রীর মধ্যে আগামীকাল ১৯ মে মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন এবং গোলখালী স্লুইজ বাঁধে ৪০০ জনের মাঝে বিতরণ করা হবে।
বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) ও সরকারের উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল আজীজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply