মোঃ সম্রাট আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
ব্যাপক আনন্দঘনো পরিবেশে পালিত হলো ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের ১০ তম পতিষ্টা বার্ষিকী। ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি হবিবুর রহমান বিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের জনগনের চেয়ারম্যান জনাব এনামুল হক মন্জু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের প্রচার ও স্কংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য লালন কণ্ঠ শিল্পী সালমা খাতুন সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সময়ের সাথে তাল মিলিয়ে বহুদুর চলে এসেছে এই ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র। আমি অনেক বছর ধরে দেখে যাচ্ছি এই প্রতিষ্টানের সভাপতি বিশু ভাই লালন বাউল ও অসহায় শিল্পীদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। আমি আশা করি এই ভাবে ভাবনগর তাদের কর্যকলাপ চালিয়ে যাবে। আজ ভাবনগরের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ভাব নগরের উত্তর উত্তর সফলতা কামনা করছি। ভাব নগর প্রতিষ্টানের সবাপতি হাবিবুর রহমান বিশু বলেন, আমরা ভাব নগরের পক্ষথেকে প্রতিনিয়ত অসহায় গরিব শিল্পী ও বাউলদের সাহায্য সহযোগিতা করে থাকি। যেমন শিতকালে শিত বস্ত্র করোনা কালিন চাউল, ডাল, সাবান, তৈল, সহ বিভিন্ন রকমের সহযোগিতা, বাউল ও শিল্পীদের পাশাপাশি লালন শাহ আখড়াই বিভিন্ন সময় পাগলদের খাবার পরিবেশন, অসহায় গরিব শিল্পী বাউলদের নগদ অর্থ দিয়েও সাহায্য করে থাকি, তিনি আরো বলেন আমাদের ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র একটি সরকার অনুমোদিত প্রতিষ্টান। আমাদের এই ভালো কাজের জন্য সমাজের বিত্তবানদের আমাদের পাশে এসে দারানোর আহ্বান জানাচ্ছি। আলোচনা শেষে কেকে কেটে দশম প্রতিষ্টা বার্ষিকী পালন করেন ও খাবার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Leave a Reply