দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর পৌরসভার আয়োজনে রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দিনাজপুর পৌরসভার ফিল্ড ভিজিট ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার নিমিত্তে মঙ্গলবার দুপুরে দিনাজপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে বিশ্ব ব্যাংক টিমের সাথে প্রস্তুতি ও বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এলজিইডি প্রধান কার্যালয়ের রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুর আলী।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের লিড আরবান স্পেশালিষ্ট হোরাসিয়ো ক্রিসটিয়ান টেরেজা ও ওয়ার্ল্ড ব্যাংকের টাস্ক টিম লিডার এবং সিনিয়র আরবান স্পেশালিষ্ট কাবেনা আমানকাহ আইয়েহ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, বিরামপুর পৌরসভার মেয়র মোঃ আক্কাস আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। উক্ত অনুষ্ঠানে পৌরসভার বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও তাজমিনুর তপু (টিপি)।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, ৫নং শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকছেদ আলী রানা প্রমুখ।
Leave a Reply