ডেস্ক রির্পোট
সুনামগঞ্জের দিরাইয়ে ট্রলারডুবিতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার কালনী নদীতে শনিবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দিরাই থেকে সকাল ১০টার দিকে ১০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলার ধলবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি উজানধল গ্রামের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের বাড়ি’র সামনে গিয়ে ঝড়ের কবলে পড়ে। এসময় যাত্রীরা দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় ট্রলারটি ডুবে যায়। এসময় ১০ যাত্রী ও দুই চালকসহ ১২ জনের মধ্যে ১০জন সাঁতার সাঁতার কেটে পাড়ে উঠলেও একশিশুসহ অপর একজন ডুবে মারা যায়।
স্থানীয় লোকজনের চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। মৃতদের পরিচয় এখনো পাওয়া যায় নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৭-০৬-২০ইং
Leave a Reply