1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

দু:সময়ের বন্ধুকে বেছে নিতে ভুল করবেনা শিবপুরের জয়নগরবাসী

মনিরুজ্জামান
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৪ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়নের জনমত জড়িপে একজন সৎ, ন্যায়-নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি হিসেবে এগিয়ে আছেন আনারস প্রতীকের নাদিম সরকার। আগামী ৫ জানুয়ারী জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে ইউনিয়নবাসী তার পক্ষে রায় দিবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।

জয়নগর ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী নাদিম সরকার। তিনি ভোটারদের ঘরে ঘরে ঘুরে ভোট প্রার্থণাসহ দোয়া কামনা করছেন। ভোটাররাও দিচ্ছেন প্রত্যাশা, সেই সাথে শুনাচ্ছেন আশার বাণী। এলাকায় পিতা মজিবুর রহমান (মঞ্জিল চেয়ারম্যান)’র মতন মানব দরদী, দানশীল সমাজসেবক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এই তরুন সমাজ সেবককে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জয়নগরবাসী জানেন এবং মানেন।

পিতা মরহুম মজিবুর রহমান যেমন মানব সেবার উদার হস্ত তেমনি বিগত করোনা পরিস্থিতিতে এই মানব দরদী নাদিম সরকার সব কিছুকে উপেক্ষা করে নিজ উদ্যোগে এলাকার অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। সন্তান যখন নিজের নিরাপত্তার কথা ভেবে পিতার লাশ কবরে না নামিয়ে পালিয়ে বেড়ায় সেই সময়ে এই তরুন চেয়ারম্যান নাদিম সরকার করোনায় আক্রান্ত ব্যক্তিদের লাশ নিজ হাতে করব খোরা থেকে শুরু করে দাফন-কাফন করেন। মানব সেবার স্বীকৃতি হিসেবে পেয়েছে শেরে বাংলা পদক।

শুধু করোনাকালীন সময়ই নয়, তীব্র এ শীতে এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তিনি সব সময় অসহায় দুস্থ মানুষের সেবায় সচেষ্ট থাকেন। বিভিন্ন সামাজিক সংগঠনের আচার অনুষ্ঠানসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার মানুষের যেকোন বিপদ-আপদসহ দু:সময়ে এগিয়ে যাওয়াটাকে নিজের দায়িত্ব মনে করেন তরুন এই সমাজসেবী নাদিম সরকার।

কিংবা বিত্তশালী হওয়ার ভাষণা নয়, বরং একজন সমাজসেবী হিসেবে তার কাজের পরিধি বাড়িয়ে সমাজের উচু-নিচু সকল শ্রেণি পেশার মানুষের সেবা এবং নাগরিক সুবিদা ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে এবং জয়নগর ইউনিয়নবাসীর দাবীর মুখে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

তরুন এই সমাজসেবক নাদিম সরকার জয়নগর ইউনিয়নের সর্ব মহলেই রয়েছে গ্রহণ যোগ্যতা। শুধু মুসলমানদের কাছেই নয় সনাতন ধর্মালম্বী লোকজনের কাছে তার ন্যায়-নিষ্ঠার জন্য ইতোমধ্যে তিনি হয়ে উঠেছেন কারো ভাই, কারো বন্ধু আবার কারো কাছে পুত্রসম আপনজন। নাদিম সরকারের আনারস প্রতীকে এরই মধ্যে ইউনিয়নের ভোটারদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। পুরো জয়নগর ইউনিয়ন জুড়ে এখন আনারস মার্কার জয় জয়কার।

জয়নগর ইউনিয়নের সীমারবাগ এলাকার বৃদ্ধ আব্দুল বাতেন বলেন, মজিবুর রহমান মঞ্জিল চেয়ারম্যান যেমন জয়নগরবাসীর উন্নয়ন ও মঙ্গলার্থে কাজ করে গেছেন। জয়নগরবাসীও এলাকার উন্নয়নে কাজ করতে তাকে বার বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং প্রতিবারই তার মার্কা ছিল আজকের সরকারের এই আনারস মার্কা। জয়নগরবাসী মঞ্জিল চেয়ারম্যানের আনারস মার্কাকে কোনদিন ফিরেয়ে দেয়নি। এবার তারই যোগ্য উত্তরসূরি নাদিমকে ফিরিয়ে দিবে না। তাছাড়া বিগত ৫ বছর চেয়ারম্যান হিসেবে এলাকায় যথেষ্ট পরিমান কাজ করছে। করোনার সে যা করেছে তা একমাত্র মঞ্জিল চেয়ারম্যানের যোগ্য উত্তরসূরি বলেই করে গেছে । কেননা তার শরীরে মানবিক সেই পিতার রক্ত প্রবাহিত।

ওই এলাকার বাছেদ নামে অপর একজন ভোটার, নাদিম সরকার সরকারের কাজের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা। আমি শুধু গত করোনাকালীন সময়ের কথা উল্লেখ করে বলবো, সেই সময়ে সে যা করেছে তা জয়নগরবাসী ভুলবার কথা নয়। আজ যারা ভোটযুদ্ধে নাদিমের সাথে মাঠে নেমেছে, কই তাদেরকে তো সেই সময় দেখা যায়নি। আমি বলবো দু:সময়ের বন্ধুই পরম বন্ধু।

এলাকার গরীব দু:খিদের সদা উদার হস্ত নাদিম সরকারের আনারস প্রতীকের পক্ষে জয়নগরের নারী-পুরুষসহ তরুনরা রায় দেওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ৫ জানুয়ারী ভোটকেন্দ্র পাহারা দিয়ে তাদের সেই রায়ের বহি:প্রকাশ ঘটনোর মাধ্যমে আনারস প্রতীকের জয় নিশ্চিত করার মত প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host