রাজশাহী (বাগমারা) থেকে
রাজশাহীর দুর্গাপুরে সড়ক দূর্ঘটনায় মোহম্মদ আলী (২০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৮নভেম্বর )সকাল সাড়ে ১০টার দিকে দূর্গাপুর-তাহেরপুর সড়কের উজালখলসী বাজারের সন্নিকটে এদুর্ঘটনা ঘটে। নিহত মোহম্মদ আলী উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাবুল হোসেনে রছেলে।
ট্রাকের সাথে ধাক্কায় মাথায় আঘাতপ্ রাপ্ত হয়ে তার মৃত্যূ হয় বলে নিশ্চিত করে থানা পুলিশ।
পুলিশসূত্রেজানাযায়, মোহম্মদ আলী মোটরসাইকেল নিয়ে স্থানীয় আলীপুর বাজারে যাবার পথে উজালখলসী-তাহের পুরসড়কে একটি মালবাহী ট্রাকের পিছনে তার মোটরসাইকেল সজোড়ে ধাক্কালাগে। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তারও পর ছিটকে পড়ে যায় ওই মোটর সাইকেল আরোহী। এতে তার মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ঘটনা স্থলেই মৃত্যুহয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.