নরসিংদীর রায়পুরায় দলীয় অস্বচ্ছল নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় অস্বচ্ছল ১০জন নেতাকর্মীর হাতে ত্রান তহবিলের চেক তুলে দেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবির কাউসার।
এসময় তিনি বলেন, জনগণের মুখে হাসি ফুটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে, কেউ না খেয়ে থাকবে না।
চেক বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইমান উদ্দিন ভূইয়া, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কবি মহসিন খোন্দকার, যুব ও ক্রিড়া সম্পাদক (বর্তমান) মো. নজরুল ইসলাম করিম, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, কেন্দ্রীয় কৃষক কমান্ডের সদস্য জহির উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউল আলম কনক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফকির, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply