চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শাকিব খানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট সবুজ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, হারুন ব্রেন টিউমারে আক্রান্ত ছিল এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কুমিল্লায় হারুনের গ্রামের বাড়ি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করে শাকিব খান বলেন, আমার জন্য নিবেদিত প্রাণ ছিল হারুন। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। সে আমার পরিবারের একজন সদস্যের মতোই ছিল।
তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্য ভীষণ কষ্টের। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
Leave a Reply