দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
পদ্মা নদীতে অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা যোগে উপজেলার পানিবন্দি রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।
পরিদর্শন কালে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি। এসময় তিনি পানিবন্দি পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আগামীতে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি।
ইতিমধ্যে ১০মেট্রিকটন চাউন ও তিন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব ওইসব এলাকার মানুষদের হাতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
এদিন ৫ শ’ পরিবারকে ১০কেজি চাল, ডাল, তৈলসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়।
Leave a Reply